চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোহাম্মদ আবুদস সাত্তার (৬৮) মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মক্কা আল-মুকাররমার জাওয়াহারা আল সানদাস হোটেলে মারা গেছেন। তিনি ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার পাসপোর্ট নম্বর বিএন০৫৪০০০৮। পিলগ্রিম আইডি নম্বর ০৯৮৩০৮১। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগঞ্জ গ্রামের বাসিন্দা। গত ১৮ মার্চ পবিত্র হজ পালনের জন্য তিনি নিবন্ধন করেছিলেন। আব্দুস সাত্তার গত ১৪ জুলাই হজ পালনের উদ্দেশ্যে মদীনার জামাত এয়ার ট্রাভেলসের (হজ লাইসেন্স নম্বর ০৯৮৩) মাধ্যমে সৌদি আরব এসেছিলেন।
সৌদি থেকে ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে দ্বিতীয় হজযাত্রীর মৃত্যু হলো। এর আগে ১৬ জুলাই নারায়ণগঞ্জের আমির হোসেন নামে আরও এক হজযাত্রী মারা যান।
বার্তা কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur