আজ (১৭ নভেম্বর) মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী । ১৯৭৬ সালের এ দিনে ভারতীয় উপমহাদেশের বিদগ্ধ এ রাজনীতিবিদ ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা ভাসানী নিপীড়িত-নির্যাতিত মানুষের অন্দোলন সংগ্রামে অগ্রপথিক ছিলেন। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ও সমাজ রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে নিরলসভাবে নিজেকে নিয়োজিত করেছিলেন। আজো তাই বাঙ্গালী জাতি তাঁকে স্মরণ করে বিনম্র শ্রদ্ধা।
দিবসটি যথাযোগ্যভাবে পালনের জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মরহুমের মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
তাঁর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি, বিএনপি, ভাসানী স্মৃতি পরিষদ, ন্যাপ-ভাসানীসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে।
।। আপডটে, বাংলাদশে সময় ৮ :২২ পিএম, ১৭ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
এজি/এইউ