Home / চাঁদপুর / চাঁদপুরে তথ্য অধিকার উপদেষ্টা কমিটির সভা
চাঁদপুরে তথ্য অধিকার উপদেষ্টা কমিটির সভা

চাঁদপুরে তথ্য অধিকার উপদেষ্টা কমিটির সভা

চাঁদপুরে তথ্য অধিকার উপদেষ্টা কমিটির সভা বৃস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেছেন ‘তথ্য অধিকার থেকে মানুষ যেন বঞ্চিত না হয় আমাদের সে দিকে লক্ষ্য রাখতে হবে।’

চাঁদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিষেক দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ইউনিটের সহকারী কমিশনার সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবাশিষ রায়, গোয়েন্দা (ডিবির) পুলিশের ওসি মোস্তফা কামাল, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহ-অধ্যাপক মো. ইকবাল হোসেন খান, চাঁদপুর ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন বিষয়ে সিধান্ত নেয় হয়।

প্রতিবেদক- আনোয়ারুল হক : আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ পিএম, ১৭ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply