Sunday, 05 April, 2015 01:44:45 PM
বিনোদন ডেস্ক :
ভয়ংকর অতীত নিয়ে বলিউডের অনেক অভিনেত্রী কথা বলতে না চাইলেও তা নিয়ে কোনো সংশয় নেই পর্ন তারকা কাম বলিউড অভিনেত্রী সানি লিওনের। তিনি বলেন, তার অতীতের কারণেই তিনি এতো জনপ্রিয়।
সানি বলেন, অনেকেই আমাকে আমার পেছনের অতীতকে ভয়ংকর বা নষ্ট অতীত বলেন। যারা যাই কিছু বলুক, আমি আমার অতীতের কারণেই আজকের এ অবস্থানে আসতে পেরেছি। তাই অতীত নিয়ে কথা বলতে আমি একটুও লজ্জাবোধ করি না। ইন্টারনেটে যা রয়েছে তা মুছে ফেলতে পারিনা। যা প্রকাশিত তা প্রকাশিতই।
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNMoY9SoKpM
এমনকি ৩৩ বছর বয়সী এ অভিনেত্রী তার সব সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় চালিয়ে যেতে চান। তবে রক্ষণশীল কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেও তা হাতছাড়া করবেন না।
তিনি বলেন, যদি গল্প তা দাবি করে তাহলে অবশ্যই রক্ষণশীল চরিত্রে অভিনয় করব।সব ছবিই আমাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। আমি কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে চাই না। যদি এটি কেউ করে তাহলে তার সৃজনশীলতা নষ্ট হয়ে যায়।
বলিউড ক্যারিয়ারে একই ধাচেঁর সিনেমায় অভিনয়কেও ভুল মনে করে অনুতপ্ত নন ‘জিসম ২ অভিনেত্রী’। সানি বলেন, আমার ভিন্ন কিছু করা দরকার। তবে আমি প্রতিনিয়ত শিখছি ও নিজের উন্নতি করছি।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur