Tuesday, April 21, 2015 08:16:06 PM
ভোলা করেসপন্ডেন্ট :
ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট থেকে হাতিয়ায় যাওয়ার পথে শতাধিক যাত্রী নিয়ে একটি খেয়া ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার দীপক চৌধুরী জানান, ঝড়ের কবলে পড়লে ট্রলারটিকে চরের কাছাকাছি নিয়ে আসা হয়। পরে ডুবে যাওয়া ট্রলার থেকে যাত্রীদের উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় ৪/৫টি গরু মারা গেছে। ওই ট্রলারে যাত্রীর পাশপাশি গরুও বহন করা হচ্ছিল। ট্রলারটি সকাল পৌনে ১১টায় হাজিরহাটের রিজিরখাল থেকে হাতিয়ার ৪ নম্বর ঘাটের উদ্দেশ্যে ছাড়ে।
ট্রলারের মালিক প্রাণ কৃষ্ণ ট্রলার ডুবির ঘটনা নিশ্চিত করেছেন। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur