চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ‘আপনারা সকলে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। যদি কেউ ভোট দিতে বাধা প্রদান করে তাহলে প্রতিবাদ করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। কারণ এই নির্বাচনে অংশ গ্রহণ করার উদ্দেশ্যে হচ্ছে আমাদের নেত্রীর মুক্তির আন্দোলন।
আগামী ১৩ জানুয়ারি হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার উত্তর আলগী ইউনিয়নের গাজীর বাজারে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তর আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন উল্লা বেপারীর সভাপতিত্বে ও গাজী হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সেলিমুস সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মাখে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবুতাহের পাটওয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, যুবদলের সভাপতি আজিজুল হক বাবুল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাঝি, ছাত্রদলের সভাপতি ছলেমান ,সাধারন সম্পাদক ফয়সাল আখন, ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবদীন মাস্টার, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ দেওয়ান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম গাজী, সাধারণ সম্পাদক আলী আকবর টেলু পাটওয়ারীসহ সকল নেতৃবৃন্দ।
এ সময় ধানের শীষ প্রতীকের চেয়ারম্যন প্রার্থী ইসহাক খোকন, ভাইস চেয়ারম্যান প্রার্থী জিএম ফজলুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা বেগমসহ বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।