চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী কাজী কামালের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের করার অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচনের আগেই ভোটারদের আকৃষ্ট করার জন্য নিজস্ব অর্থে রাস্তা মেরামত করে দিচ্ছেন। বিষয়টি নিয়ে সাধারণ ভোটারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ৬নং ওয়ার্ডের ইচলি বাড়ি থেকে মজুমদার বাড়ি সড়কের ব্রিজের দুই পাশে মেম্বার প্রার্থী কাজী কামাল ঐ এলাকার ভোট পাওয়ার আশায় নিজস্ব অর্থ দিয়ে মেরামত করে দেয়া হচ্ছে।
এ বিষয়ে উপজেলা রিটার্নিং অফিসার জানান, ‘আগে কোন প্রার্থী উন্নয়ন মূলক কাজ করতে পারবে না, যদি কোন প্রার্থী তা করে তবে তা নির্বাচনী আচারন বিধি লঙ্গনে পড়বে।’
এ বিষয়ে অভিযুক্ত কাজী কামালের সাথে একাধিকবার যোগাযোগ করে ও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অনেকেই রাস্তার কাজ করার বিষয়টি অবগত আছেন বলে জানা গেছে।
: আপডেট ৩:৩৬ পিএম, ৯ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur