হাজীগঞ্জে স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধায়নে হোটেল মালিক, সুশীল সমাজ ও সাংবাদিকদের নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষনের আয়োজন করে উপজেলা পরিষদ।
২৭সেপ্টেম্বর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টার দিকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষনে অংশ নেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ইমামসহ নানা পেশার দায়িত্বরত প্রায় ৩০ জন ব্যাচ।
গত ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর তিন দিন ব্যাপী ৫ ব্যাচে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী ( জাইকা) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়, ২৭ সেপ্টেম্বর ২০২১