Saturday, May 09, 2015 07:44:12 PM
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :
নারীদের অশ্লীল পোষাক পুরুষকে ব্যাভিচারের প্রতি ধাবিত করে। আর সেই ব্যাভিচারের কারণেই ভূমিকম্প হয়ে থাকে বলে মত দিয়েছেন তেহরানের এক ইমামদের নেতা।
ডেইলি সিয়াসাতের বরাত দিয়ে জানা যায়, কাজিম সাদেগি নামের ঐ ব্যাক্তি সাম্প্রতিককালের ভূমিকম্পের ঘটনায় সম্বন্ধে এমন মন্তব্য করেন। ইউটিউবে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানান, ‘যখন চারদিকে ব্যাভিচার বেড়ে যায় তখন ভূমিকম্প বেড়ে যায়।’ তিনি আরো বলেন, ‘ধর্মীয় বিধি বিধানের বাহিরে আমাদের আর কোন পথ নেই।’
প্রসঙ্গত, গত বছর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খোমেনি কাজিম সাদেগিকে ইরানের ইমামদের নেতা হিসেবে নিয়োগ দেন। যেটি কিনা খোমেনির পর সর্বোচ্চ কোন পদ।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur