লাকসামে র্যাবের অভিযানে ইকবাল হোসেন নামে ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা ও একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আলিফ মেডিক্যাল সার্ভিস নামে তার মালিকানাধীন হাসপাতাল সিলগালা করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার বিজরা বাজারে এ অভিযান চালানো হয়। র্যাব-১১ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, লাকসাম উপজেলার বিজরা বাজারে আলিফ মেডিক্যাল সার্ভিস নামে একটি হাসপাতাল তৈরি করে ইকবাল হোসেন দীর্ঘদিন চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
এ ঘটনায় কুমিল্লা জেলা প্রশাসক ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে হাসপাতাল ও তার নিজের চিকিৎসা সনদ যাচাই-বাছাই করে ভুয়া প্রমাণিত হওয়ায় নগদ এক লাখ টাকা, এক মাসের কারাদণ্ড ও তার মালিকানাধীন আলিফ মেডিক্যাল সার্ভিস নামে হাসপাতালটি সিলগালা করা হয়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur