ভিবিডি ডিস্ট্রিক্ট বোর্ড নির্বাচন ২০২২ গত (২৯-১২-২০২১) অনুষ্ঠিত হয়ে ফলাফল ঘোষণা করা হয় রাত ৮.০০ ঘটিকায়। সাতটি পদের জন্য লড়াই করেন মোট ১১ জন প্রার্থী।যারা সবাই ভিবিডির সক্রীয় মেম্বার ও দীর্ঘদিন ধরে ভিবিডি চাঁদপুর ডিস্ট্রিক্টের হয়ে কাজ করে আসছে।
নির্বাচনী ফলাফলে প্রেসেডেন্ট পদে ৮৩% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: রাকিব হাজী।ভাইস প্রেসিডেন্ট হিসেবে ১০০% ভোট পেয়ে নির্বাচিত হন মো: রাশেদুল ইসলাম এবং ১০০% ভোট পেয়ে সেক্রেটারি পদে জয়ী হন প্রশান্ত সরকার।
এছাড়াও ট্রেজারার পদে নির্বাচিত হয় সায়েম খান,প্রজেক্ট অফিসার পদে নির্বাচিত হন পারভেজ মোশাররফ, হিউম্যান রিসোর্স অফিসার পদে জয়ী হন সাদিয়া খানম এবং পাবলিক রিলেশন অফিসার পদে নির্বাচিত হন মো: রিয়াদ মিজি।
আগামী এক বছর (২০২২) ভিবিডি চাঁদপুর ডিস্ট্রিক্টকে নেতৃত্ব দিবেন নির্বাচিত হওয়া এই সাতজন মেম্বার।সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur