জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ চাঁদপুর জেলার ২০২৩ বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর ভিবিডি চাঁদপুর জেলার নির্বাচনটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭ টি পদে ১২ জন প্রার্থী অংশগ্রহণ করে।
২৯ ডিসেম্বর সকাল ৯ থেকে ৩ টা পর্যন্ত সংগঠনটির চাঁদপুর জেলার কমিটি মেম্বাররা ভোট প্রদান করেন। তাদের প্রত্যক্ষ ভোটে ২০২৩ সালের বোর্ড নির্বাচিত হয়। ভিবিডি চাঁদপুর জেলার ৯ম বোর্ডে সভাপতি হিসেবে নির্বাচিত হন “রাশেদুল ইসলাম সোহান” ভাইস প্রেসিডেন্ট “সাদিয়া খানম” জেনারেল সেক্রেটারি “প্রশান্ত সরকার” ট্রেজারার “হানিফ মিয়াজী রাকিব” হিউম্যান রিসোর্স অফিসার “নিজাম উদ্দিন তালুকদার” পাবলিক রিলেশন অফিসার “জান্নাতুল নাঈমা” প্রজেক্ট অফিসার “ফাতেমা শারমিন”। ১লা জানুয়ারী থেকে নব-নির্বাচিত বোর্ড দায়িত্ব গ্রহন করেন।
বাংলাদেশের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ। বাংলাদেশের ৬৪ জেলায় সংগঠনটির কার্যক্রম চলমান। প্রতি বছর সারা দেশে একযোগে গনতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনটির জেলা বোর্ড গঠিত হয়।
স্টাফ করেসপন্ডেট, ৫ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur