শাহরাস্তি

ভিন্ন আয়োজনে শাহরাস্তি জেএম স্কুল এন্ড কলেজে মা দিবস পালিত

মে মাসের দ্বিতীয় রোববার হলো বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে দৃঢ় সম্পর্কের নাম ‘মা’। সবচেয়ে পবিত্র ও মধুর শব্দের নাম ‘মা’।

 

দিবসটি উপলক্ষে রোববার (১৪ মে) সকাল ১০ টায় শাহরাস্তি উপজেলার জাহাঙ্গীর মোহছেনা স্কুল এন্ড কলেজে আলোচনা সভার পাশাপাশি ভিন্ন আয়োজন রাখা হয়।
একাডেমীক ইনচার্জ সমর চন্দ্র মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মকবুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন পানচাইল জামে মসজিদের খতিব মাওঃ ইউসুফ ।

এসময় শিক্ষার্থীরা সবাই নিজ মায়ের পা ধৌত করে বিশেষ মর্যাদা প্রদর্শন করেন।

জে.এম স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওঃ আহসান উল্লাহর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন জে.এম স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ নুরুল আমিন, সালমা আক্তার, নাজমা আক্তার, নাছরিন আক্তার, কামরুন্নাহার, আমেনা আক্তার, আয়েশা আক্তার, ইমতিয়াজ রাহি প্রমুখ।

এ সময় অতিথিরা বলেন, “মা কথাটি অতি ছোট্ট হলেও এর পরিধি আকাশ সমান। একজন আদর্শ মা’ই একটি আদর্শ জাতির নির্মাতা। মাকে ভালোবাসা আর তার প্রতি হৃদয় নিংড়ানো শ্রদ্ধার বিষয়টি পবিত্র ধর্মগ্রন্থগুলোতে অত্যধিক গুরুত্ব দেয়া হয়েছে। বিশ্ব মা দিবসের ইতিহাস শতবর্ষের পুরনো। যুক্তরাষ্ট্রে আনা জারভিস নামের এক নারী মায়েদের অনুপ্রাণিত করার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য সচেতন করে তুলতে উদ্যোগী হয়েছিলেন।”

প্রতিবেদক : মো.মাহবুব আলম
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ পিএম, ১৪ মে ২০১৭, রোববার
ডিএইচ

Share