Thursday, 14 May, 2015 11:30:26 AM
চাঁদপুর টাইমস ডট কম:
ভারতের শিলংয়ে উদ্ধার হওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড এলার্ট জারি করা হয়েছে।
ইন্টারপোলের ঢাকা অফিস থেকে ভারতীয় পুলিশকে এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে কলকাতার একটি দৈনিক।
মেঘালয় পুলিশের মহাপরিচালক রাজীব মেহতাকে উদ্ধৃত করে কলকাতার ইংরেজি দৈনিক টেলিগ্রাফ বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে।
রাজীব মেহতা টেলিগ্রাফকে বলেছেন, “সালাহউদ্দিনের বিরুদ্ধে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলা থাকার কথা জানিয়ে ইন্টারপোলের ঢাকা ইউনিট থেকে ওই অনুরোধ পাঠানো হয়েছে।”
অর্থ্যাৎ তাকে ইন্টারপোলের ঢাকা অফিস থেকে পলাতক দেখানো হয়েছে।
টেলিগ্রাফকে তিনি বলেন, “আমরা বুধবার ভারতের সিবিআইয়ের মাধ্যমে ওই নোটিস হাতে পেয়েছি। আমরা ইতিমধ্যে সিবিআইকে আমাদের উত্তর দিয়েছি।”
চাঁদপুর টাইমস : এএস/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur