তথ্য প্রযুক্তি

টিকটকের মতো ভিডিও সেবা আনছে অপো

ভারত ও যুক্তরাষ্ট্রের মতো বিশাল বাজারে বড় ধরনের সমস্যার মুখে পড়েছে ভিডিও শেয়ার করার অ্যাপ টিকটক। এবারে চীনা মোবাইল ফোন নির্মাতা অপো নিজস্ব ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে।

এতে টিকটকের মতোই ছোট ছোট ভিডিও শেয়ার করার সুবিধা থাকবে বলে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের প্রতিবেদনে উঠে এসেছে।

বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, বর্তমানে স্মার্টফোনের দুনিয়ায় পঞ্চম বৃহত্তম স্মার্টফোন নির্মাতার স্থান অপোর দখলে। এ বছরের শেষ নাগাদ তারা ভিডিও শেয়ারের প্ল্যাটফর্ম চালু করার কথা ভাবলেও এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

অপোর শীর্ষ পর্যায়ের এক নির্বাহী কর্মকর্তা সাউথ চায়না মর্নিং পোস্টকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন।

অপো এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট জিমি ওয়াইই সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, ‘এ বছরের দ্বিতীয়ার্ধেই আমার ছোট ভিডিও সেবা চালু করতে যাচ্ছি। এখন যে ফাইভ–জি নেটওয়ার্ক প্রযুক্তি সারা বিশ্বে উন্নত হতে যাচ্ছে, আমাদের ব্যবসার জন্য ইন্টারনেট সেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

আইএএনএসের প্রতিবেদনে বলা হয়, অপো যদি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরি করে, তবে কোনো স্মার্টফোন নির্মাতা হিসেবে প্রথম কেউ এ ধরনের সেবা তৈরির পথে হাঁটবে।

এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মতো কেবল শাওমি সেবা কৌশলের বিষয়টিকে গুরুত্ব দিয়ে সে পথে হেঁটেছে। এখন অপো সেই পথে হাঁটার পরিকল্পনা করছে।

অপো এমন এক সময়ে তাদের ভিডিও প্ল্যাটফর্ম তৈরির কথা জানাল, যখন টিকটক যুক্তরাষ্ট্রে বন্ধ হওয়ার হুমকির মুখে রয়েছে। টিকটকের নির্মাতা বাইটড্যান্স যদি যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ বিক্রি করতে রাজি না হয়, তবে সেবাটি সে দেশে বন্ধ হয়ে যাবে।

গত জুন মাসে টিকটকসহ ৫৮টি অ্যাপ ভারতে বন্ধ হয়ে গেছে। অপোর সুবিধা হচ্ছে বিশ্বজুড়ে তাদের লাখো স্মার্টফোন ব্যবহারকারীকে ভিডিও প্ল্যাটফর্মে সহজে যুক্ত করতে পারবে। টিকটকের জায়গা নিতে দ্রুত নিজস্ব প্ল্যাটফর্মকে জনপ্রিয় করার সহজ সুযোগটিই অপো নিতে চাইছে।

এ ধরনের প্ল্যাটফর্ম জনপ্রিয় করতে যে শক্তিশালী কনটেন্ট নির্মাতা কমিউনিটির প্রয়োজন, অপো তাদের স্মার্টফোন ব্যবহারকারীদের সে ক্ষেত্রে কাজে লাগাতে চাইছে।

বার্তাকক্ষ,০৭ সেপ্টেম্বর ২০২০;
কে. এইচ

Share