Home / খেলাধুলা / ভারত জিতেনি, হেরেছে বাংলাদেশ…
Kanna

ভারত জিতেনি, হেরেছে বাংলাদেশ…

শেষ তিন ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩৫ রান। ১৮তম ওভারে মাত্র ১ রান দিয়ে এক উইকেট নিলেন মুস্তাফিজ। দুই ওভারে ভারতের প্রয়োজন ৩৪ রান। শিরোপার স্বপ্ন দেখা শুরু করলো বাংলাদেশ। কিন্তু রুবেলের ১৯তম ওভারের ফিকে হয়ে যা সেই স্বপ্ন। ওই ওভারে ২২ রান দিলেন রুবেল।

শেষ ওভারে ভারতের প্রয়োজন ১২ রান। বোলিংয়ে সৌম্য। প্রথম বল ওয়াইড। পরের বল ডট। দ্বিতীয় বলে দিলেন এক রান। তৃতীয় বলেও এক রান। মাচের ভাগ্য তখনো পেন্ডুলামের মতো দুলছে। চতুর্থ বলে চার। ২ বলে ভারতের প্রয়োজন ৫ রান। পঞ্চম বলে উইকেট নিলেন সৌম্য। ম্যাচ জিততে শেষ বলে ভারতের প্রয়োজন ৫ রান। ছক্কা হাঁকালেন দিনেশ কার্তিক। শেষ বলে ছক্কা মেরে নিদহাস ট্রফি জিতে নিল ভারত। বাংলাদেশের স্বপ্নভঙ্গ। তবে স্বপ্নপূরণ না হলেও বাঘের গর্জন শুনেছে বিশ্ব।

সোস্যাল মিডিয়ায় টাইগার ভক্তরা আফাসোস প্রকাশ করলেও ভালো খেলা উপহার দেয়ায় প্রশংসা করছেন।