ভারতজুড়ে অব্যাহত তীব্র তাপদাহে গত কয়েক দিনে অন্ধ্র ও তেলেঙ্গানা রাজ্যে প্রায় পাঁচশো মানুষের প্রাণহানি ঘটেছে। ভারতের অন্যান্য অংশেও রেকর্ড তাপমাত্রা বিরাজ করছে। ভারতের আবহাওয়া সংস্থা জানায়, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে আরো তিনদিন তীব্র তাপদাহ চলতে পারে।
অন্ধ্র প্রদেশে তাপদাহে প্রাণহানির কথা স্বীকার করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কামিনেনি শ্রীনিবাস বলেন, রোববার হিটস্ট্রোকে ৬২ জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি একটি সূত্র জানায়, অন্ধ্র প্রদেশে ৯৩ ও তেলেঙ্গানা রাজ্যে ৭২ জনের প্রাণহানি হয়েছে। অন্ধ্র প্রদেশের মসলিপত্তনম ও টুনিতে সর্বোচ্চ ৪৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড় করা হয়েছে।
উত্তর প্রদেশের বিভিন্ন নগরীতে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গরম ছিল রোববার। উড়িষ্যায় নয় নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে রেকর্ড করা হয়েছে। মধ্যপ্রদেশের সবচেয়ে উঁচু ভূমি পাঁচমারহির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি বেশি হয়ে ৪০ ডিগ্রি হয়েছে।
তেলেঙ্গানার করিমনগরে ১৯, নলগোন্ডায় ১০, কাম্মামে ১০, ওয়ারাংগালে আট, মাহবুবনগরে সাত, আদিলাবাদে সাত, মেডাকে ছয়, নিজামাবাদে তিন, হায়দরাবাদে এক ও রাংগারেড্ডিতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্ধ্র প্রদেশের নেল্লোরে ২২, প্রকাসমে ১৯, ভিজিয়ানাগরমে ১১, কৃষ্ণায় ১০, কাদাপায় ছয়, পশ্চিম গোদাবড়িতে ছয় এবং বিশাখাপত্তনাম, শিকাকুলাম ও অনন্তপুরে তিনজন করে এবং পূর্ব গোদাবড়ি, চিত্তুর ও কুরনলে দুইজন করে এবং গুন্টুরে চারজনের মৃত্যু হয়েছে।
উত্তর প্রদেশে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে। রাজ্যের রাজধানী লক্ষ্ণৌতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজ্যের এলাহাবাদে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে। এখানে রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭ দশমিক ৭। শনিবার ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। বান্দায় ৪৬ দশমিক ৬ ডিগ্রি, সুলতানপুরে ৪৬ এবং বারানসি, আগ্রা ও বেরিলিতে ৪৫ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দফতর সোম ও মঙ্গলবারও তাপদাহ অব্যাহত থাকার সতর্কবাণী করেছে। এ দিকে মধ্যপ্রদেশের আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র খাজুরাহোতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছুঁয়েছে। গত সপ্তাহে এখানে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur