করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারত। সংক্রমণের সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে দেশটি। এবার মৃত্যুও ছাড়িয়ে গেল আগের যেকোনো হিসাবকে।
তিন দিন ধরেই ভারতের দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে। শনিবার সকালের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় ১৭ হাজার বেশি।
সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশটির দৈনিক মৃত্যুও লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। একদিনে মৃত্যুর নিরিখে যা গোটা করোনা পর্বে সর্বোচ্চ।
গত বছর ১৬ সেপ্টেম্বর মারা যায় ১ হাজার ২৯০ জন। এই সংখ্যা এত দিন সর্বোচ্চ ছিল। করোনার দ্বিতীয় ঢেউ শনিবার ছাপিয়ে দিল সেই সংখ্যাকে।
করোনাভাইরাস ভারতে এখনো অবধি প্রাণ কেড়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৪৯ জনের। কিন্তু গত দুই সপ্তাহে দৈনিক মৃত্যুর লাফিয়ে বৃদ্ধি নতুন করে চিন্তার জায়গা তৈরি করছে।
মার্চের মাঝামাঝি সময়েও দেশটিতে দৈনিক মৃত্যু হচ্ছিল ১০০ থেকে ২০০-র মধ্যে। এপ্রিলের প্রথম দুই দিনও তা ছিল ৫০০-র কম। শনিবার সেই সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেল।
ঢাকা চীফ ব্যুরো, ১৭ এপ্রিল,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur