বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষ অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিচ্ছে উল্লেখ করে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশে ঢুকে তাদের স্বার্থরক্ষার আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির নেতা তপন ঘোষ।
তিনি বলেন, পূর্ব পাকিস্তান ও পরে বাংলাদেশে থেকে অত্যাচারিত হয়ে ভারতে আসছে হিন্দুরা। তাদের আশ্রয়ও দেয়া হচ্ছে। তাই এবার থেকে বাংলাদেশ যদি হিন্দুদের আশ্রয় দিতে না পারে তাহলে তাদের থাকার জন্য জায়গা ছেড়ে দিক ভারতকে। নাহলে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে হিন্দুদের স্বার্থরক্ষা করুক।
বৃহস্পতিবার ভারতের মৌলালি যুব কেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে ‘সৃজন’ এবং ‘সিংহবাহিনী’ নামে দুটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তপন ঘোষ বলেন, প্রতিবার বাংলাদেশের উগ্র ইসলামিস্টরা অত্যাচার করে হিন্দুদের পশ্চিমবঙ্গে আসতে বাধ্য করে। আহা এরা কোথায় যাবে বলে আমরাও ওদের আশ্রয় দিয়ে দিই। আর এতেই ওরা পেয়ে বসেছে।
এরপর বাংলাদেশ থেকে একজন হিন্দুও যদি ভারতে আসে তার বাসস্থানের জন্য প্রয়োজনীয় জায়গা আমরা ছিনিয়ে নেব। খুলনা এবং হিন্দু-অধ্যুষিত পাঁচটি অঞ্চলে হিন্দুরা বসবাস করবে। (যুগান্তর)
বার্তা কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur