চাঁদপুরে কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মতবিনিময় করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। ২৮ সেপ্টেম্বর দিনগত রাত সাড়ে ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, দিন এখন অনেক বদলে যাচ্ছে। কোয়ালিটি ডেভেলপমেন্ট ছাড়া কোন উপায় হবে না। আগামী বিশ্বে টিকে থাকতে হলে আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। কিছু উদ্যোগ আমাদের নিতে হবে, না হয় আমরা পিছু হয়ে যাবো।
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন।
এরআগে চাঁদপুর জেলার সম্পর্কে ডকুমেন্টারি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, সিনিয়র সহকারি কমিশনার সুচিত্র রঞ্জন দাস, সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী।
মতবিনিময় সভার পূর্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন চাঁদপুরে আসলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান ও পুলিম সুপার মো. মিলন মাহমুদ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
পরে তিনি জেলায় কর্মকর্তরত বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের সাথে পরিচিতি পর্ব শেষ করেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৯ সেপ্টেম্বর ২০২২