চাঁদপুর বড়স্টেশন মোলহেডসহ শহর রক্ষা বাঁধের ৮ টি স্থানে ইতোমধ্যে মেঘনার উত্তাল ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানটি পর্যটক ও দর্শনার্থীদের জন্য সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে সংস্কারের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরার পাশাপশি এ সিদ্ধান্তের কথা জানান।
জেলা প্রশাসকের দেয়া সিদ্ধান্তের পরপরই ওই স্থান থেকে চাঁদপুর মডেল থানা পুলিশের সহায়তায় দর্শনার্থীদের সরিয়ে নেয়া হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ স্থান থেকে সকল পর্যটক ও দর্শণার্থীদের সরিয়ে নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ স্থানে দর্শণার্থীরা প্রবেশ করতে পারবেন না।’