আমার ব্রেস্ট কি আমার পরিচয়? এর বাইরে কি আমার কোনো পরিচয় নেই? পার্সোনাল ব্লগে সমালোচকদের উদ্দেশে এমনই প্রশ্ন ছুড়ে দিলেন আলিয়া। অভিনেত্রী পূজা বেদির মেয়ে আলিয়া ইব্রাহিম। সেই সমস্ত নিন্দুকদের জন্য, যাঁরা ইন্সটাগ্রামে পোস্ট করা তাঁর একটি ছবিকে কেন্দ্র করে কু-মন্তব্য করেছেন। যাঁরা বলেছেন, কোনো অভিনেত্রী নয়, তিনি আসলে একজন ভালো পর্নস্টার হতে পারেন। যাঁরা ভারতীয় সংস্কৃতিতে নষ্ট করে দিচ্ছেন বলে আঙুল তুলেছেন তাঁর দিকে। দিন কয়েক আগেই এক সংবাদমাধ্যমে আলিয়ার ব্লগে তাঁর একটি বিকিনি পরা হট ছবি প্রকাশ হয়।
প্রথম দিকে ব্লগের অনুসরণকারীরা ঠিকঠাক মন্তব্যই করছিলেন। কিন্তু কিছু পর থেকেই মন্তব্যগুলি দেখে চোখ কপালে ওঠে আলিয়ার। হট ছবি দেওয়ার জন্য শুরু হয় বিতর্ক। অশালীন মন্তব্যে ভরে যায় তাঁর ব্লগ। প্রথমে খুব একটা পাত্তা দেননি তিনি। কিন্তু তাঁকে ইঙ্গিত করে এতটাই কু-মন্তব্য করা হয় যে ঠিক থাকতে পারেননি তিনি। নিন্দুকদের কড়া জবাব দেন। ব্লগে আলিয়া লেখেন, ‘ক্লিভেজ দেখা গিয়েছে মানেই এই নয় যে আমি মনোযোগ পেতে তা ইচ্ছাকৃত দেখিয়েছি। ব্রেস্ট দিয়ে আমাকে বিচার করবেন না। এর বাইরেও আমার পরিচয় আছে।’
বিনোদন নিউজ ডেস্ক || আপডেট: ০৫:০৫ পিএম, ০২ জানুয়ারি ২০১৬, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur