চাঁদপুরে জনতা ব্যাংক লিমিটেড নোয়াখালী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ সেপ্টেম্বর সকালে চাঁদপুর সার্কিট হাউসে সম্মেলনে নোয়াখালী বিভাগীয় আওতাধীন চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনীর কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপি এ সম্মেলন শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ।
এসময় তিনি বলেন,‘দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের আরো কাজ করতে হবে। এ সরকারের আমলে বড় বড় মেঘা প্রকল্প হয়েছে। সর্বক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার লক্ষ্য। দেশের ক্রাইসিস সময়েও কিন্তু জনতা ব্যাংক হেলে পড়েনি বরং আরো উন্নয়ন হয়েছে।’
নোয়াখালী বিভাগীয় জেনারেল ম্যানেজার বিশ্বজিত কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো.কামরুল আহসান, জনতা ব্যাংকের চীপ ফিন্যান্সিয়াল অফিসার মো.নুরুল আলম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর এড়িয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার একেএম মনির চৌধুরীসহ তিনটি এড়িয়ার উপ-মহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
মো.শরীফুর ইসলাম
২৪ সেপ্টেম্বর ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur