মতলব দক্ষিণ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী এন এ এম টাওয়ারের ব্যবসায়ী মালিক সমিতি কমিটি গঠন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে এন এ এম টাওয়ারের ৪র্থ তলায় শশী কমিউনিটি সেন্টারে সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি করা হয় মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টার এন্ড অফসেট প্রেসের স্বত্তাধিকারী মোঃ মাহফুজ মল্লিক ও সাধারণ সম্পাদক করা হয়েছে শাওমী শো-রুমের স্বত্তাধিকারী মোঃ মঈনুল ইসলাম (রাসেল)।
উক্ত সভায় সভাপত্বিকরেন মেট্রো স্বত্তাধিকারী মোঃ মহিউদ্দিন ও সভা পরিচালনা করেন আলম টেইলার্সের স্বত্তাধিকারী মোল্লা আলম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিপন সরকার, আব্দুল লতিফ মিয়াজী, আব্দুল বাতেন, মোঃ দেলোয়ার, মাকসুদ মল্লিক, তারেক চৌধুরী, মোঃ জসিম উদ্দিন ঢালী, তাসকিন আহমেদ দিপু, অমিত চন্দ্র পাল, জয়ন্ত সাহা, জয়নাল আবেদীন, মোঃ আল-আমিন মাজি, মোঃ আল-মামুন রাসেদ, আবু বক্কর সিদ্দিক সুমন, মোঃ ইসমাইল হোসেন, ইকবাল, মোঃ রাজু, মোঃ ওমর ফারুক, শামীম, আশিক সরকার, সোহাগ, তানজিদ, জোবায়ের, মোঃ আলমগীর হোসেন, জাহিদ হাসান প্রমুখ।
মতলব দক্ষিণ ব্যুরো
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur