Home / চাঁদপুর / হলুদ-মরিচে ইঁদুরের মল, ব্যবসায়ীকে জরিমানা
ব্যবসায়ীকে

হলুদ-মরিচে ইঁদুরের মল, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর শহরের পুরাণ বাজার জীবন দে হলুদ মরিচ মিলে হলুদ এবং মরিচের সাথে ইঁদুরের মলসহ অনিয়ম পাওয়ায় মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে সাইফুল ফুড নামে সেমাই কারখানা মালিককে জরিমানা করা হয় ১০ হাজার টাকা।

সোমবার (২৫ মার্চ) দুপুরে পুরাণ বাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এই বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, আজ শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির দায়ে সাইফুল ফুডকে ১০ হাজার টাকা, হলুদ ও মরিচের গুঁড়ার সাথে নিম্ন মানের হলুদ মরিচ গুঁড়া মিশানো, ভুট্টার গুঁড়া মিশানো, হলুদ ও মরিচে ইঁদুরের মল পাওয়ার দায়ে জীবন দে হলুদ মরিচ মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতায়য় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাব এবং পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

স্টাফ করেসপন্ডেট, ২৫ মার্চ ২০২৪