Home / সারাদেশ / বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় খুন, ৯ জনের বিরুদ্ধে মামলা
বৌভাতের অনুষ্ঠানে, বৌভাতের অনুষ্ঠানে

বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় খুন, ৯ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় একটি বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে সংর্ঘষে নিহতের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

৫ জানুয়ারি মঙ্গলবার দিবাগত মাঝ রাতে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন নিহত আজহার মীরের ছেলে সুরুজ মীর বলে জানিয়েছেন ওসি জাহিদ বিন ইসলাম।

তিনি জানান, মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। আটক ৯ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা নম্বর ৬।

মঙ্গলবার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ রফিয়াদি গ্রামে বৌভাত অনুষ্ঠানে খাবারে মাংস কম দেওয়া নিয়ে কনে পক্ষের হামলায় ঘটনাস্থলেই নিহত হন বরের চাচা আজাহার মীর (৬৫)। ঘটনার পরপরই বর পক্ষের লোক বিয়ের কনেসহ ২২ জনকে আটকে রাখেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মেট্রপলিটন অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম ও এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান এবং রাতেই নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাতেই আটকদের থানায় নিয়ে যায় পুলিশ।

করেসপন্ডেট,৬ জানুয়ারি ২০২১