Home / সারাদেশ / চাঁপাইনবাবগঞ্জ ডিসির মৃত্যুতে চাঁদপুর জেলা প্রশাসকের শোক
বৈঠক চলাকালে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলেন ডিসি

চাঁপাইনবাবগঞ্জ ডিসির মৃত্যুতে চাঁদপুর জেলা প্রশাসকের শোক

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম (৫০) মারা গেছেন। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সোমবার (১৭ অক্টোবর) সকালে মাসিক বিভাগীয় বৈঠক চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

এরপর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল ১০টার দিকে মারা যান তিনি।

চাঁপাইনবাবগঞ্জে এনডিসি আল ইমরাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে জাহিদুল ইসলাম স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।

চলতি বছরের ২৬ জানুয়ারি তিনি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।

তিনি শোক জানিয়ে বলেছেন, ‘আমি গভীরভাবে শোকাহত, জাহিদের মৃত্যু সংবাদ পেয়ে খুবই ভেঙে পড়েছি। আল্লাহ প্রিয় বন্ধু জাহিদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমি তাকে একজন সৎ এবং দেশপ্রেমিক নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে জানি। জেলা প্রশাসক হবার পূর্বে বহুবার কথা হয়েছে। জাহিদের সাথে একটি ট্রেনিং করেছিলাম।’

তিনি আরো জানান, ‘জানি সবার মৃত্যু অনিবার্য। এক বছর পূর্বে বাবার মৃত্যুতে কেঁদেছি। আজ জাহিদের মৃত্যুতে জেলা প্রশাসকের চেয়ারে বসে কাঁদলাম। জাহিদের জন্য দোয়ার ব্যবস্থা করেছি। মৃত্যুর কাছে আমরা বড়ই অসহায়। চরম সত্য হল এটিই আমাদের সকলের শেষ গন্তব্যস্থল। জাহিদের পরিবারের জন্য আল্লাহ তায়ালা রহমত বর্ষণ করুন।’

এছাড়া চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও আলাদা শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় জানানো হয়, জাহিদুল ইসলাম একজন সৎ, দেশপ্রেমিক এবং নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন । মৃত্যু অনিবার্য এবং চরম সত্য হল এটিই আমাদের সকলের শেষ গন্তব্যস্থল।’

তাঁর পরিবারের জন্য আল্লাহর রহমত কামনার পাশাপাশি মরহুমের জান্নাত কামনা করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ পিএম, ১৭ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ

Leave a Reply