Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ঝুঁকির মধ্যে বেড়িবাঁধ
বেড়িবাঁধ

হাইমচরে ঝুঁকির মধ্যে বেড়িবাঁধ

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং ইউনিয়নের আলগী বাজার টু কালা চকিদার মোড় সড়কের স্বপন পাটওয়ারী বাড়ির সামনে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের রাস্তা ফুটো (গর্ত) করে বালুর পাইপ স্থাপন করেছেন অবৈধ বালুর ব্যবসায়ী আঃ রহমান হাওলাদার।

হাইমচর উপজেলায় দীর্ঘ দিন ধরে আঃ রহমান হাওলাদার বেড়িবাঁধ ফুটা করে লোকজনের পুকুর,ফসলি জমি, ডোবা নালা ভরাট করে পিরবেশ নষ্ট আসছে। কোন কোন সময় রাস্তার উপর দিয়ে পাইপ নেওয়ায় গাড়ি ও পথচারি চলাচলে সমস্যা ঘটে, মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনায় কবলে পড়তে হয়।

আরও পড়ুন… হাইমচরে রায়পুরে অবৈধ বালু ব্যবসায়ীরা বেড়িবাঁধ ফুটো করার অভিযোগ

বেড়িবাঁধ ফুটা করে বালুর ব্যবসার ফলে হুমকির মুখে আছে বন্যা নিয়ন্ত্রণ বাধ। আঃ রহমান হাওলাদার হাইমচর উপজেলার চাঁদপুর টু চরভৈরবী মহাসড়কের ফুটো করে বালু পাইপ স্থাপন করে অবৈধ বালু করে আসছে।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ফুটো করায় বন্যা ও বর্ষা মৌসুমে রাস্তা ধসে পড়া ঝুঁকিতে রয়েছে বলে এলাকাবাসী আতংকিত রয়েছে। এলাকাবাসী দাবি দ্রুত পাইপ না সরিয়ে নিলে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ন হয়ে উঠবে।

হাইমচর উপজেলার জনসাধারণকে বন্যার কবল থেকে রক্ষায় তৈরি বেড়িবাঁধ এ ভাবে ফুটো করলে বন্যায় পানির চাপ বৃদ্ধি পেলে যে কোন সময় বেড়িবাঁধ টি ধসে পড়া ঝুঁকিতে রয়েছে।

বেড়িবাঁধ ফুটা করে অবৈধ বালু ব্যবসায়িদেরকে আইনি প্রক্রিয়ায় শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার এর নিকট এলাকাবাসী দাবি জানিয়েছেন।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ৫ ডিসেম্বর ২০২১