Home / চাঁদপুর / বেস্ট হতে চাই না, দায়িত্ব শতভাগ পালন করতে চাই : পুলিশ সুপার
বেস্ট হতে চাই না, দায়িত্ব শতভাগ পালন করতে চাই : পুলিশ সুপার

বেস্ট হতে চাই না, দায়িত্ব শতভাগ পালন করতে চাই : পুলিশ সুপার

আশিক বিন রহিম :

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যলয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় আসন্ন মাহে রমজান উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসনে করণীয় ব্যবস্থা, মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ, অবৈধ সিএনজি-অটো রিক্সা, মোটর সাইকেল আটক, বখাটে ও ইভটিজারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, রাতের বেলায় পুলিশি টহল বাড়ানো, নৌ-পথে নিরাপত্তা জোরদার, লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী না নেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্তসহ বেশ কিছু বিষয়ের উপর মতমত গ্রহণ এবং সমস্ত অপরাধের ব্যাপারে নবাগত পুলিশ সুপারের অবস্থান জানানো হয়।

মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শামসুন্নাহার বেগম বলেন, ‘আমি চাঁদপুরে এসেছি বেশ কিছু বিষয় নিয়ে কাজ করার জন্যে। আজকে আপানাদের সাথে মতবিনিময় করার মূল উদ্দেশ্য হলো আমার উদ্দেশ্য ও লক্ষ্য সামাজিক সকল অপরাধের ব্যপারে আমার অবস্থান পরিষ্কার করার জন্যে।’

তিনি বলেন, ‘আমি একজন নারী হতে পারি, কারো বোন অথবা কারো মেয়ের সমতুল্য হতে পারি, তবে সবচেয়ে বড় কথা আমি একজন পুলিশ কর্মকর্তা, আমি চাই সেটাই আমার পরিচয় হোক। অন্যান্য পুলিশের মতো আমিও সমস্ত পরীক্ষা দিয়ে পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছি। কাজেই একথা ভাববার কোনো কারণ নেই যে আমি একজন নারী বলে রাত ৩টা বাজে আমাকে ফোন দিলে আমি বিরক্ত হবো।’

তিনি বলেন, ‘৫টি বিষয়ের ক্ষেত্রে আমার অবস্থান জিরো ট্রলারেন্স। সেগুলো হলো মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, থানাগুলোতে দালালি এবং পুলিশের কেউ যদি অপরাধের সাথে জড়িয়ে পড়ে তাবে আমি কোনো ছাড় দেবো না। এই ৫টি বিষয়টি আমরা কঠোর হাতে দমন করবো।’

পুলিশ সুপার আরো বলেন, ‘আমি বেস্ট হতে চাই না, আমি আমার দায়িত্ব শতভাগ পালন করতে চাই। আমার কর্মকান্ডই মানুষের মাঝে আমাকে বাঁচিয়ে রাখতে পারে। আমার কাজই বলে দেবে আমি কী পাবো। আমি এখানে এসেছি সীমিত সময়ের জন্যে। আমি ভালো কিছু দিয়ে যেতে যেতে চাই। পুলিশের একার পক্ষে এতোসব অপরাধ দমন করা সম্ভব নয়, তাই আপনাদের সকলে সহযোগিতা আমার বিশেষভাবে প্রয়োজন।’

চাঁদপুরের কমিউনিটি পুলিশিংয়ের ব্যাপারে পুলিশ সুপার বলেন, ‘চাঁদপুর নিয়ে একটি প্রবাদ আছে ‘দিনের চাঁদপুরের চেয়ে রাতের চাঁদপুর অনেক বেশি নিরাপদ’ সেই কথাটি মাথায় রেখে আমি কমিউনিটি পুলিশং কার্যক্রমকে প্রতিটা ঘরে ঘরে এবং ব্যক্তি পর্যায়ে পৌছে দিতে চাই।’

এছাড়াও নবাগত এই পুলিশ সুপার আরো জানান, ‘আসন্ন রমজানকে উপলক্ষ করে শহরের বিপণি বিতানগুলোতে পুলিশি নিরাপত্তা জোরদার করা, স্থানীয় সাংবাদিকদের তথ্য প্রদানে একটি মিডিয়া সেল গঠন করা, যানজট নিরসনে অবৈধ সিএনজি-অট্রো রিক্সা, মোটর সাইকেলগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ, মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ, বখাটে ও ইভটিজারদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, উন্নয়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গোলাম কিবরিয়া জীবন, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, দৈনিক চাঁদপুর প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর জমিনের প্রকাশক ও সম্পাদক রোকনুজ্জামান রোকন, ইলশেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক বিএম হান্নান, মেঘনাবার্তার প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেল, দৈনিক চাঁদপুর প্রবাহের প্রকাশক একেএম শফিক উল্লাহ সরকার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, প্রথমআলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, জনকণ্ঠের জেলা প্রতিনিধি জালাল চৌধুরী।

এর আগে স্থানীয় সাংবাদিকরা জেলার আইন-শৃংখলাসহ বিভিন্ন সমস্যার তুলে ধরেন। এসময় সদর সার্কেল নজরুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপডেট :  বাংলাদেশ সময়  ১১:৫০  অপরাহ্ন,  ১৮ জুন ২০১৫,  বৃহস্পতিবার

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না