যশোরের বেনাপোলে বাংলাদেশ থেকে ভারতে পাচার কালে এসএমজি ও রাইফেল এর দু’রাউন্ড গুলি সহ খাইরুল ইসলাম (৩৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করেন।
শুক্রবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
আটককৃত যুবক বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের পিরার আলীর ছেলে। সে বেনাপোল চেকপোস্টে কুলির কাজ করে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারাধন জানান,গোপন সংবাদে জানতে পারি বাংলাদেশ থেকে এক কুলি বিস্কুটের প্যাকেট এর ভিতর পিস্তল এর গুলি নিয়ে নোম্যান্সল্যান্ড এলাকা দিয়ে ভারতে পাচার করবে।
হাবিলদার কেরামত আলী তার সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২ রাউন্ড গুলি সহ খাইরুল ইসলাম কে হাতেনাতে আটক করেন। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক- আব্দুর রহমান, বেনাপোল (যশোর)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur