জামিয়া দারুল ঈমান চাঁদপুর ঐতিহাসিক বেগম জামে মসজিদ কমপ্লেক্স এর উদ্দ্যোগে বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় করা হয়েছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা কওমি সংগঠনের আয়োজনে ২ দিন ব্যাপি সিরাতুন্নবী (সা.) সম্মেলন উপলক্ষে এ আয়োজন করা হয়।
বেগম মসজিদ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাহবুবুর রহমান জানান, ২ দিন ব্যাপি সিরাতুন্নবী (সা.) মাহফিলে বেগম মসজিদ মাদ্রাসার উদ্যোগে প্রায় ৫ শতাধীক ছাত্রসহ সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়। এখানে সম্পূর্ণ মাদ্রাসার ছাত্র দ্বারা রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদের সামাজিক যে কোন কাজে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিয়ে থাকি। তারই ধারাবাহীকতায় ২ দিন ব্যাপি সিরাতুন্নবী (সা.) সম্মেলনে বিনামূল্যে রক্তের গ্রুপের আয়োজন করা হয়।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur