বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিযার শারীরিক অবস্থা নিয়ে বিএনপির উদ্বেগ নেই, তাদের উদ্বেগ হচ্ছে রাজনীতি, তারা রাজনীতির কোন ইস্যু খুজে পাচ্ছে না, জনগন কোনো ইস্যুতে সাড়া দিচ্ছে না, এখন তারা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে ইস্যু খুজছে।
এটা এখন রাজৈনতিক বিষয়, এখানে এখন চিকিৎসার বিষয় নেই। চিকিৎসার বিষয় যদি প্রধান হতো, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে সবচেয়ে ভালো যেখানে চিকিৎসা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে তারা যেত।
বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে কুমিলা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ময়নামতি এলাকায় মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবার ঈদ যাত্রা গত কয়েকবছরের তুলনায় ভালো। স্বস্থিদায়ক যাত্রা। ঘরমুখী যাত্রা এখন পর্যন্ত ঠিক আছে। রাস্তা ভালো। গাড়ির গতিও ভালো এবার এটা আশার দিক। কোথাও কোথাও প্লাবন ও অতিবৃষ্টির প্রভাব থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিবেদক : জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur