Home / আবহাওয়া / ২০ জুলাই থেকে বৃষ্টির আভাস : আবহাওয়া অধিদপ্তর
weather-..
ফাইল ছবি

২০ জুলাই থেকে বৃষ্টির আভাস : আবহাওয়া অধিদপ্তর

আগামি ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে
আগামি ২০ জুলাইয়ের পর থেকে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার ১৬ জুলাই আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন,‘ আপাতত বৃষ্টি কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকবে। বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রাও কমে আসবে। গত কয়েকদিন যে দাবদাহ ছিল । আজ থেকে তা আস্তে আস্তে কমতে শুরু করবে। আগামি দুদিনে তাপমাত্রা অনেকটা কমে যাবে।’

আবহাওয়াবিদ ওমর ফারুক আরও বলেন,‘বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিদায় নেবে। যদিও ২০ জুলাইয়ের আগেই তাপপ্রবাহ কমতে শুরু করবে। ’

আবহাওয়া অফিস জানায়, গতকাল সৈয়দপুর স্টেশনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

টাঙ্গাইল, সিলেট ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামি কয়েকদিন অব্যাহত থাকবে। এর ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

১৬ জুলাই ২০২২
এজি