উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের ৬ বিভাগের বিভিন্ন জেলায় কয়েকদিন বৃষ্টি সম্ভাবনা পাত হতে পারে বলে জানা গেছে আবহাওয়ার পূর্বাভাসে।
আজ শনিবার সাগরের লঘুচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবাহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এতে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির হতে পারে।
এছাড়া দেশের অন্যএ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।
বার্তাকক্ষ, ১০ অক্টোবর,২০২০;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur