Home / চাঁদপুর / চাঁদপুর পৌর নির্বাচনে ২ মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন
নির্বাচন বর্জন, নির্বাচন বর্জন

চাঁদপুর পৌর নির্বাচনে ২ মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

চাঁদপুর পৌরসভা নির্বাচন বয়কট করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মামুনুর রশিদ বেলাল।

১০ অক্টোবর,শনিবার সকাল ১১টায় আক্তার হোসেন মাঝি নির্বাচন বর্জন করেন। তবে দুপুর ২টায় তিনি সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বয়কটের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

বিকেল সাড়ে ৩টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মামুনুর রশিদ বেলাল।

এসময় তিনি বলেন,নির্বাচন কমিশন চাঁদপুর পৌরসভাকে আবারো কলঙ্কিত করলো। চাঁদপুর পৌরসভা নির্বাচন নিয়ে নতুন করে এই তামাশার প্রয়োজন ছিল না। তিনি বলেন আমরা আশা করেছিলাম সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচনের একটি সুন্দর পরিবেশ ফিরে আসবে। কিন্তু তা আর হলো না। এই সরকারের লালিত-পালিত নির্বাচন কমিশন বিগত দিনের পুনরাবৃত্তি করলো। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের নামে পৌরবাসীর সাথে একটি তামাশা করা হলো। তিনি অভিযোগ করে বলেন, আমার নিজ সভোটকেন্দ্রে আমার স্ত্রী পুত্র ভোট দিতে পারে নাই, সেখানেও বাধা সৃষ্টি করা হয়েছে। প্রায় প্রতিটি কেন্দ্রে আমার এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে। আমি পুরানবাজারের একটি কেন্দ্রে ঢুকলে সেখানে নৌকা প্রতীকের কর্মীরা আমার সাথে খারাপ আচরণ করে। পৌর নির্বাচনের প্রত্যেকটি কেন্দ্রে আওয়ামী লীগের বহিরাগতরা প্রবেশ করে সাধারণ ভোটারদের ভোট প্রদানে বাধা দেয়।

অতএব এই ডিজিটাল কারচুপির নির্বাচনে আমি থেকেও না থাকার মত। তাই আমি বর্জন করলাম।

ধানের শীষের প্রার্থী আকতার হোসেন মাঝি জানান, শনিবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়। সরকার দলীয় কর্মীরা ভোট কেন্দ্র দখলে নিয়ে জোরপূর্বক ইভিএমের বাটন চেপে ভোট আদায় করেন।

এছাড়া বেশ কয়টি ভোট কেন্দ্রে বিএনপি নেতা কর্মীদের মারধর ও কুপিয়ে জখম করে। গুরুতর কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এমতাবস্থায় বিএনপি নেতাকর্মী এবং পৌরবাসীর জানমাল রক্ষায় আমি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।

স্টাফ করেসপন্ডেট,১০ অক্টোবর ২০২০