Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে বাগাদীতে বৃক্ষ রোপণ
বৃক্ষ রোপণ

মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে বাগাদীতে বৃক্ষ রোপণ

প্রতি বছর মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ অভিযান করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও অভিযান শুরু হয়েছে। ২৮ জুলাই চাঁদপুর সদরের নানুপুর গ্রামের নানুপুর জামে মসজিদ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ ও বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে এবারের অভিযান শুরু হয়।

অভিযানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন নানুপুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ, মসজিদ কমিটির রুহুল আমিন খান, আলাউদ্দিন খান, মো. হান্নান, কালাম বেপারি, নাসির খান, রাসেল গাজী, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লেখক-সাংবাদিক ও পর্যটক আলহাজ¦ গাজী মুনছুর আজিজ প্রমুখ।

২০০১ সালে এ ফাউন্ডেশন (সাবেক গাজী আবদুর রহমান পাঠাগার) প্রতিষ্ঠা করা। এর উদ্যোগে পাঠাগার, গাছেরচারা বিতরণ, রোপণ, শিক্ষাবৃত্তি প্রদান, ইলিশ আড্ডা, ‘ঈদ উৎসব’ ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ¦ গাজী মুনছুর আজিজ বলেন, পরিবেশ সুরক্ষায় আমরা প্রতি বছরই বৃক্ষ রোপণ অভিযান করে থাকি। সে ধারাবাহিকতা এবারও রয়েছে। এছাড়া আমাদের এ অভিযান চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক