Home / চাঁদপুর / বুদ্ধিজীবী নৃশংস হত্যা কান্ডটি ছিল পরিকল্পিত : এডিসি
Adc-..

বুদ্ধিজীবী নৃশংস হত্যা কান্ডটি ছিল পরিকল্পিত : এডিসি

চাঁদপুর শিশু একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও স্থানীয় সরকার বিভাগীয় উপ-পরিচালক মো.আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন ,‘ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকবাহিনী ও এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে আমাদের দেশের,কবি ,সাহিত্যিক, সাংবাদিকদেরমত বুদ্ধিজবিীদের নৃশংস হত্যাকান্ডটি ছিল পবিকল্পিত।’

চাঁদপুর শিশু একাডেমির উদ্যোগে আজ ১৪ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টায় চাঁদপুর শিশু একাডেমির প্যাভেলিযানে আলোচনা সভা ও মিলাদে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও স্থানীয় সরকার বিভাগীয় উপ-পরিচালক মো.আব্দুল্লাহ আল মাহমুদ জামান এ কখা বলেন ।

তিনি আরও বলেন, ‘এ জাতি মেধাশূন্য করার লক্ষ্যেই তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইতিহাস পর্যালোচনায় যতটুকু জানা যায় পাকহানাদার ও এদেশীয় দোসরদের সহযোগিতা তারা ২০ হাজার বুদ্ধিজীবীদের তালিকা প্রনয়ন যাঁদের পেয়েছে তাঁদেরকে হত্যা করে । এর দু দিন পরেই আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। তা নাহলে আরো কিছুদিন সময় পেলে তারা আরো বুদ্ধিজীবী হত্যা করত।’

চাঁদপুর জেলা প্রসাশন ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল পাটওয়ারি , শিশু একাডেমির জেলা কর্মকর্তা কাওছার আহমেদ,জেলা শিক্ষা ক্রীয়া কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ,সাবেক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল । মিলাদ পরিচারনা করেন চাঁদপুর আহমেদিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাও.আবদুল হামিদ।

আবদুল গনি , ১৪ ডিসেম্বর ২০২০