ভালোবাসা অন্তহীন। নিষ্ঠুর মৃত্যু এসেও মুছে দিতে পারে না প্রকৃত প্রেম। অটুট থাকে জন্ম জন্মান্তরের বন্ধন। মানব-মানবীর প্রেমের এই কাহিনিই আবারো সত্য প্রমাণ করলো ১৫ বছরের এক মিষ্টি মেয়ে।
যুক্তরাজ্যের ওয়েলসের ওই কিশোরী স্টেফানি রে। তার প্রেমিক ১৬ বছরের ব্লেক ওয়ার্ড। প্রেমের সম্পর্ক তাদের। ব্লেক দিন কয়েক আগেই বিরাট এক দুর্ঘটনার কবলে পড়েন। কোনো রকমে উদ্ধার করে তাকে ভর্তি করা হয় হাসপাতালে।
কিন্তু সমস্যা তাতে কমলো না। হাল ছেড়ে দিলেন চিকিৎসকরা। জানা গেল, চিরতরে কর্মক্ষমতা হারিয়েছে ব্লেকের মস্তিষ্ক। তাকে বাঁচিয়ে রেখে আর লাভ নেই।
এরকম সময়েই হাসপাতালে ব্লেকের পাশে দেখা যায় স্টেফানিকে। সেই মর্মান্তিক মুহূর্তের ছবি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অসাড় প্রেমিককে জড়িয়ে ধরেন স্টেফানি। প্রিয়তমকে তার শেষ আলিঙ্গন করেন। তার পরই খুলে নেওয়া হয় ব্লেকের লাইফ সাপোর্ট সিস্টেম।
মৃত্যুর কোলে ঢলে পড়েন ব্লেক। একটি ফটোগ্রাফ আর শেষ মুহূর্তের স্মৃতিটুকু সম্বল হয়ে রইল স্টেফানির।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur