Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি-হাজীগঞ্জের ২০ জন বিসিএস উত্তীর্ণদের সম্বর্ধনা
বিসিএস

শাহরাস্তি-হাজীগঞ্জের ২০ জন বিসিএস উত্তীর্ণদের সম্বর্ধনা

শাহরাস্তি-হাজীগঞ্জের ২০ জন বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষা উত্তীর্ণ ডাক্তারদের সম্বর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শাহরাস্তির ১৩ জন ও হাজীগঞ্জের ৭ জন সহ মোট ২০ জন মেধাবী বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ ডাক্তারদের ৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নাওড়া এলাকার পাটোয়ারী বাড়িতে সংসদ-সদস্য মহোদয়ের বাস ভবনে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

তিনি বলেন, ‘মানব সেবায় তোমাদের সুন্দর ভবিষ্যৎ ভূমিকা আশা করছি, তোমাদের পিতা-মাতা বহুকষ্টের বিনিময় ও সম্পত্তি বিক্রি করে তোমাদেরকে লেখাপড়া করিয়ে আজ মানুষ করেছে, তোমরা স্বচ্ছতা ও সততা দেখিয়ে মানুষের সেবা করে যাবে। কেউ তোমাদের কে পিছিয়ে ফেলতে পারবে না। গরীব-দুঃখী মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, সু -চিকিৎসা আশায় তোমাদের কাছে যাচ্ছে। তোমরা তোমাদের আন্তরিকতার মাধ্যমে সু-চিকিৎসা করিয়ে যাবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, আবদুল মান্নান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।

প্রতিবেদক: মো. জামাল হোসেন, ১৪ নভেম্বর ২০২১