Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির একক প্রার্থী হাবিবুর রহমান মন্টু বেপারী

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাচাই উপলক্ষে মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান।

বক্তব্য রাখেন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ হাছান কবির, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার বকাউল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর গাজী, সহ-সভাপতি মোক্তার হোসেন বাবুল সরকার, ইউনিয়ন বিএনপির সদস্য মোশারফ হোসেন মিন্টু।

অনুষ্ঠান পরিচালনা করেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাম্মুদ হাছান কবির, ছাত্র দলের নেতা হাছান আল জিয়া, গোলাপ খানঁ, মহিউদ্দিন বেপারী।

এ সময় প্রধান অতিথি বলেন, আমি সদর উপজেলার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংঠনের নেতা কর্মীদের সহযোগিতার কারণে সম্ভব হয়েছে। আমার চেয়ারম্যান পদ চলে যেতে পারে কিন্তু দলীয় কর্মীদের পাশে থেকে মরতে চাই। বর্তমানে যে সব ইউনিয়নে বিএনপির প্রার্থী হিসেবে দেওয়া হচ্ছে, সেসব প্রার্থীরা চেয়ারম্যান হয়ে নেতা-কর্মীদের ভুলে যাবে না।

তিনি আরো বলেন, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির ৪ জন প্রার্থী। এরা হলেন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান মন্টু বেপারী, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার বকাউল, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাবেক সভাপিত মিন্টু প্রধানীয়া, এরা সকলেই বিএনপির তৃণমূলের নেতা। কাউকে ছোট করে দেখা যাবে না। যার কারণে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশে সকলকে একত্রিত করে সকলের অনুমোদনে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংঠনের একক প্রার্থী হাবিবুর রহমান মন্টু বেপারীকে মনোনায়ন দেয়া হয়েছে। বিএনপির সকল নেতা-কর্মী নির্বাচনের হাবিবুর রহমান মন্টু বেপারীকে সহযোগিতা করবেন।

মো. জাবেদ হোসেন, ক্রাইম রিপোর্টার, চাঁদপুর টাইমস