চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসার হলরুমে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা গভনিংবডির সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি বলেন, মুখস্ত বিদ্যায় নয়, জ্ঞান ভিত্তিক বিদ্যা নিয়ে এগিয়ে যেতে হবে। অন্ধ বিশ্বাসের উপর ধর্ম টিকে থাকতে পারে না। আমাদেরকে মানুষের কল্যানে, রাষ্ট্রের কল্যানে শিক্ষা গ্রহণ করতে হবে। তোমাদের নম্র-ভদ্র হতে হবে। জ্ঞান ভিত্তিক পড়া লেখা করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। করোনার পরিস্থিতি সামনে রেখেই তোমাদের ভালো ফলাফল করতে হবে। এমন কোন কাজ করবে না, যাতে মাদ্রাসার সুনাম ও পরিবেশ নষ্ট হয়। লেখা পড়ার মাধ্যমে এই জাতিকে কিছু দিতে পার, তার চেষ্টা তোমাদের করতে হবে।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা হাবিবুল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা আবদুল মান্নান, মাদ্রাসার আরবি প্রভাষক আবু জাফর মো. মোজাম্মেল হক, মুফতি কেফায়েত উল্লাহ, সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন দাখিল পরীক্ষার্থী মো. আবু বকর। মানপত্র পাঠ করেন মারিয়া আক্তার।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম, মনির হোসেন,আবুল কাশেম, মো. আলামিন, ইব্রাহীম খলিল, মো. মাসুদ আলম,আবু তাহের, শামিমা আক্তার, মারজিয়া আক্তার, মাকসুদা আক্তার। এবছর বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষায় মোট ৩৬ জন ছাত্র-ছাত্রী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ৯ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur