Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চান্দ্রায় বিষাক্ত রাসায়নিক দিয়ে ফসলি জমি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ
বিষাক্ত রাসায়নিক

চান্দ্রায় বিষাক্ত রাসায়নিক দিয়ে ফসলি জমি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

চাঁদপুর সদরের ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মদনা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বিষাক্ত রাসায়নিক ঔষধ ছিটিয়ে রাতের আঁধারে ফসলি জমি জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, মদনা গ্রামের স্থানীয় হাওলাদার বাড়ির সম্মুখে স্থানীয় এলাকার মৃত মমতাজ উদ্দিন হাওলাদারের, ছেলে মানিক হাওলাদার (৩৭) তার নিজ বাড়ির পার্শ্বে প্রায় ৭৫ শতাংশ জমিতে ইরি ধানের চাষ করছেন।

১৯ এপ্রিল সোমবার দিবাগত গভীর রাতে একই এলাকার শাহ আলম হাওলাদার, তার ছেলে নাঈম হাওলাদার, শাহাবুদ্দিন হাওলাদার গং পূর্ব শত্রুতার জেরধরে প্রতি পক্ষ মানিক হাওলাদারের প্রায় ৭৫ শতাংশ ইরিধানের ফসলি জমি বিষাক্ত রাসায়নিক ঔষধ ছিটিয়ে জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সরজমিনে গেলে স্থানীয় জমির মালিক কৃষক কান্নাজড়িত কন্ঠে বলেন, পূর্ব শত্রুতার জেরধরে আমার প্রতিপক্ষ শাহ আলম হাওলাদার গং ১৯ এপ্রিল সোমবার দিবাগত গভীর রাতে আমার ফসলভরা ধানের জমিতে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ফসল সহ জমিটি জ্বালিয়ে দেয়।

তিনি তার অভিযোগে বলেন আমি আমার আত্মীয় স্বজন ও একটি সমিতি থেকে কিস্তির উপর ঋন নিয়ে জমিটি চাষাবাদ করি।

যখন আমি ফসল ঘরে আনবো ঠিক এমন সময়, বাচ্চু হাওলাদারের ছেলে, শাহ আলম হাওলাদার গং আমার ধানের জমিটি জ্বালিয়ে দিয়ে আমার বিবি বাচ্চার রিজিকের উপর বর্বরোচিত ভাবে আঘাত করে, আমাকে সর্বস্বান্ত করে।

এঘটনায় স্থানীয় এলাকার জনসাধারণ বলেন বর্তমান এই মহামারীতে সাধারণ মানুষ যখন পরিবার পরিজন নিয়ে অসহায়, এমতাবস্থায় দিনমজুর কৃষক মানিকের ফসলি জমিতে অনাধিকার প্রবেশ করে জমির ফসল যারা জ্বালিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নিতে আমরা স্থানীয় এলাকার ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোড় দাবী জানাচ্ছি।

এদিকে স্থানীয় এলাকার ইউপি মেম্বার ও গন্যমান্য ব্যাক্তিবর্গ জ্বালিয়ে দেয়া ফসলি জমি পরিদর্শন করেন।এবং হতভাগ্য কৃষক মানিকে শান্তনা দিয়ে স্থানীয় ইউপি মেম্বার ও দুঃখ প্রকাশ করেন।

অপরদিকে উপরোক্ত ঘটনায় মানিক হাওলাদারের পক্ষ থেকে প্রতিপক্ষ শাহ আলম হাওলাদার গং এর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

অন্যদিকে রাসায়নিক ঔষধ ছিটিয়ে জমি জ্বালিয়ে দেয়ার বিষয়ে অভিযুক্ত শাহ আলম হাওলাদার গং এর কাছে বিস্তারিত জানতে চাইলে, তিনি দাবি করেন চাষকৃত কৃষি জমিটি তার এবং তার এই জমি নিয়ে কোর্টে তিনি মামলা দায়ের করেছেন।

প্রতিবেদকঃকবির হোসেন মিজি