Home / শিক্ষাঙ্গন / বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার খবর

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার খবর

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রতিযোগীদের জন্য একটি বিশেষ খবর,না দেখলে মিস করবেন । এইচএসসি পরবর্তী শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য তারা সব সময় অনেক কষ্ট করে, তার সাথে তাদের দরকার হয় ভালো পরামর্শ। কিন্তু এই ধরনের কোন পরামর্শ দেবার মত লেখা সাইবার জগতে তেমন নেই। সব খানে সবাই শুধু in general পরামর্শ দেয়।

সম্ভবত এই প্রথম আমরা কয়েক জন বন্ধু মিলে একটা উদ্যোগ নিলাম অধ্যায় ভিত্তিক বিভিন্ন পরামর্শ কোন অধ্যায় কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে? কি পড়তে হবে না?

যদিও জিনিস টা আমরা পরবর্তী বছরের জন্য প্রস্তুত করছি, মানে কাজ শুরু করেছি আশা করছি আগামি বছর নাগাদ কাজ শেষ হয়ে যাবে

তার পরও ইতিমধ্যে যা লেখা হয়েছে তা যারা দেখতে আগ্রহী তারা এই লিঙ্কে ক্লিক করতে পারেন
ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি, মেডিকেল ভর্তি প্রোগ্রাম

আমাদের ব্লগার দের মধ্যে বুয়েট বা মেডিকেলে পড়া অনেক বড় ভাই আছেন তাদের ও সাহায্য চাইছি। আমাদের অনেক লেখা দরকার কেউ যদি আমাদের সাথে লিখতে চান বা আমাদের লেখা পরে কোন ভুল ধরিয়ে দিতে চান তবে আমরা খুব খুশি হবো।শুধু তাই নয় ভাই অনেকেই আমরা কোচিং এর সাথে যুক্ত, তারা যদি তাদের বিগত বছরের মডেলটেস্ট বা যে কোন প্রশ্নের soft copy আমাদের দিতে পারেন তবে আমাদের মডেল টেস্ট section টা খুব দ্রুত বৃদ্ধি লাভ করতো, আর এই section ভালো হওয়াটা সব চেয়ে গুরুত্বপূর্ণ ।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০১:৩৩ পি,এম ১৪ আগস্ট ২০১৬,রবিবার
ইব্রাহীম জুয়েল

Leave a Reply