বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ২৪ লাখ ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের তথ্য অনুযায়ী, বুধবার রাত পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ১৮ লাখ ১৫৫ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোট ২৪ লাখ ৭৮ হাজার ৭৯১ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার ৭৫৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার ৬০৪ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৫১ হাজার ৫৯৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৫ লাখ ৬৪ হাজার ১১৭। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৭১৬ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম।
আন্তর্জাতিক ডেস্ক,৩০ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur