Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬৬১
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব

চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬৬১

চাঁদপুরে করোনা ল্যাব থেকে ৩৫টি রিপোর্টের মধ্যে ৮জনের করোনা শনাক্ত ও করোনামুক্ত হয়েছে ৫জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৬১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৫জন। সুস্থ হয়েছেন ২৫৩৮জন। বর্তমানে চিকিৎসাধীন ৩৮জন।

করোনা শনাক্তের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩জন, মতলব দক্ষিণের ২জন, মতলব উত্তরের ১জন ও হাজীগঞ্জের ২জন রয়েছেন। করোনামুক্তের মধ্যে সবাই চাঁদপুর সদর উপজেলার।

৩০ ডিসেম্বর বুধবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৬৬১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১৩৮জন, ফরিদগঞ্জে ২৯৫জন, মতলব দক্ষিণে ২৯২জন, শাহরাস্তিতে ২৪৮জন, হাজীগঞ্জে ২২৩জন, মতলব উত্তরে ২০৩জন, হাইমচরে ১৭০জন ও কচুয়ায় ৯২জন।

করোনায় জেলায় মোট ৮৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১২জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

স্টাফ করেসপন্ডেট,৩১ ডিসেম্বর ২০২০