খেলাধুলা

বিশ্বকাপে সেঞ্চুরি করে ১০০ টাকা পুরস্কার পেলো ফরিদগঞ্জের জয়

বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে বিকেএসপির কোচের কাছ থেকে ১০০ টাকা পুরস্কার পেয়েছেন ফরিদগঞ্জের মাহমুদুল হাসান জয়। সেঞ্চুরি কিংবা পাঁচ উইকেট পেলেই ছাত্রদের ১০০ টাকা পুরস্কার দেন বিকেএসপির কোচ মন্টু দত্ত।

২০০০ সাল থেকেই এ পুরস্কার দিয়ে আসছেন তিনি। প্রতি মাসে তাই হাজার দুয়েক টাকা ছাত্রদের পুরস্কার দিতেই চলে যায় তাঁর। আজও যেমন ১০০ টাকা দিতে হলো যুব বিশ্বকাপজয়ী ছাত্র মাহমুদুল হাসানকে।

আরও পড়ুন…

বিশ্বকাপ ফাইনালে তোলার নায়ক কে এই জয়?

দক্ষিণ আফ্রিকায় নিউজিল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল। কোচের কাছ থেকে সেই সেঞ্চুরির পুরস্কার গতকাল হাতে পেলেন এ তরুণ ব্যাটসম্যান। বিকেএসপির তিন নম্বর মাঠে বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে এসেছেন মাহমুদুল। দিনের খেলা শেষে ঘটা করে মাহমুদুলকে নিজের স্বাক্ষর করা ১০০ টাকার নোট হাতে তুলে দেন মন্টু দত্ত।

কোচের কাছ থেকে ১০০ টাকা পুরস্কার পেয়ে দারুণ খুশি মাহমুদুল। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। আমি সব সময়ই স্যারের কাছ থেকে ১০০ টাকা নেয়ার চেষ্টা করি। সামনে আরও নেবো ইনশাআল্লাহ।’

মন্টু দত্তও ছাত্রদের এমন পুরস্কার দিয়ে খুশি। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। আমি চাই ও সবসময় আমার কাছ থেকে ১০০ টাকা নিক। একবার ৯৯ রানে (নিউজিল্যান্ড সফরে) আউট হওয়ায় মিস করেছে। যুব ওয়ানডেতে এ পর্যন্ত সে ছয়বার নিয়েছে। সব মিলিয়ে নিয়েছে ৯ বার।’

মন্টু দত্তের কাছ থেকে সবচেয়ে বেশি ১০০ টাকা পুরস্কার নিয়েছেন বিকেএসপির আরেক ছাত্র লিটন দাস। এখনো সেঞ্চুরি করলে নাকি কোচের কাছ থেকে পাওনা টাকা আদায় করে নেন লিটন। মন্টু দত্ত বলছিলেন, ‘লিটন আমার কাছ থেকে সবচেয়ে বেশি টাকা নিয়েছে। অনূর্ধ্ব-১৪ থেকেই সে সেঞ্চুরি করত আর আমি টাকা দিতাম।’

বার্তা কক্ষ, ১৯ ফেব্রুয়ারি ২০২০

Share