বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার ( ৯ জুলাই ) দিবাগত রাত ১ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন থেকে তিনি মাইলো ফাইব্রোসিস (রক্ত সংক্রামণ) রোগে আক্রান্ত ছিলেন। তিনি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড.মুহাম্মদ ইউনূসের ছোট ভাই ছিলেন।
মরহুমের পারিবারিক সিদ্ধান্তে জানানো হয়েছে, প্রথম জানাযা হবে জাতীয় প্রেসক্লাবে সকাল ১১ টায়। দ্বিতীয় জানাযা হবে চামেলীবাগ জামে মসজিদে। এরপর বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে জাহাঙ্গীরের দাফন হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০-এর দশকের প্রথম দিকে মুদ্রণ মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি সম্প্রচার মাধ্যমে যুক্ত হন।
বার্তা কক্ষ
১০ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur