মধ্যপ্রাচ্যে যেসব কর্মজীবী মানুষ যাচ্ছেন,তাদের কয়েকগুণ বাড়তি বিমান ভাড়া গুণতে হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ‘বিমানের ভাড়া ৪০ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখেরও বেশি হয়েছে;এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।এটা সহনীয় পর্যায়ে আনতে ইতোমধ্যে আমাদের বিমান প্রতিমন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য।’
শনিবার ১৮ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১’উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ’আমি আগেও প্রস্তাব করেছি, আবার করতে চাই—৩০ ডিসেম্বরকে আমরা প্রবাসী দিবস ঘোষণা করতে চাই। আমাদের মন্ত্রণালয় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অ্যাপ্রোচ করেছে। যেসব মন্ত্রণালয় এসব দিবসের সঙ্গে জড়িত, তাদের বিশেষ অনুরোধ করবো যেন ৩০ ডিসেম্বর প্রতিবছর প্রবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়।এতে দেশের সুযোগ-সুবিধা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই দায়িত্ব নিলে কাজটি ত্বরান্বিত হবে।’
আফ্রিকার বিভিন্ন দেশে কর্মসংস্থানে উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন,‘প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের কারণে ইতালি ও গ্রিসে আমাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ইতালিতে এ সুযোগ বন্ধ ছিল। প্রধানমন্ত্রী সফর করার পর তারা আবার বাংলাদেশ থেকে কর্মী নিতে রাজি হয়েছে। সৌদি আরব ও আমিরাতে লোক নিয়োগ বন্ধ ছিল।’
প্রধানমন্ত্রীর উদ্যোগে এসব দেশে আমরা যথেষ্ট কর্মী পাঠাচ্ছি। সম্প্রতি লিবিয়ার পরিস্থিতিও আগের চেয়ে উন্নত হয়েছে।
২০১৫ সাল থেকে লিবিয়ায় কর্মী পাঠানো বন্ধ আছে। যেহেতু পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, তাই সেই বাজার খুলতেো যথেষ্ট উদ্যোগী হয়েছি। হাইকোর্টের রায় আছে লিবিয়ায় লোক না পাঠানোর, আমরা চেষ্টা করছি সেটি তুলে নেয়ার।
এসময় প্রশিক্ষণে গুরুত্ব বাড়াতে প্রবাসীদের উদ্যোগে বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করার আহ্বান জানান। এছাড়া বিদেশে বসে এনআইডি পাওয়ার বিষয়টি নিয়েও কাজ করার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ,‘এ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ ও মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।’
বার্তা কক্ষ,
১৮ ডিসেম্বর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur