আশিক বিন রহিম :
চাঁদপুর জেলা আইনশৃংখলা সমন্বয় কমিটির মাসিক সভায় চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ‘চাঁদপুরের আইনশৃংখলা পরিস্থিতি মোটামুটি ভালো। আর এটা সম্ভব হয়েছে সকলের সম্মিলিত সহযোগিতার কারণে।’
তিনি বলেন, ‘আমি আবারো বলছি, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স দেখাবো। আমরা সবাই সম্মিলিত চেষ্টায় মাদকের এই ব্যাধিকে সমাজ থেকে দূর করতে চাই। ইতোমধ্যে গতমাসে মাদক নির্মূলে আমাদের বেশ অগ্রগতি হয়েছে। তবে আসন্ন ঈদের পরেই মাদকের ব্যাপারে বেশি করে অভিযান করা হবে। এছাড়া নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্পটে ইভটিজারদের ধরতে অভিযান চালানো হবে।’
তিনি আরো বলেন, ‘চাঁদপুর জেলার ধারণক্ষমতার চেয়েও বেশি সিএনজি অটোরিকশার লাইসেন্স দেয়া হয়েছে। অথচ রাস্তাগুলো ততটা প্রশ্বস্ত না। এ ব্যাপারে পৌর মেয়রের সাথে কথা বলবো, যাতে আর লাইসেন্স না দেয়া হয়। নতুন করে শুরু হওয়া মোবাইল প্রতারণার ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমার বিশ্বাস সবার সম্মিলিত সহযোগিতায় এবারও আমরা একটি ভালো ঈদ কাটাতে পারবো।’
আপডেট : বাংলাদেশ সময় : ১৪ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, রোববার ২৮ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৪:৩৩ অপরাহ্ন
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি