সারাদেশ

ইউএনওর অনুপ্রেরণায় বিবাহ বিচ্ছেদ থেকে রক্ষা পেলো দম্পতি

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহানের মধ্যস্থতা ও অনুপ্রেরণায় বিবাহ বিচ্ছেদের হাত থেকে রক্ষা পেলেন এক দম্পতি। দীর্ঘ এক মাস চেষ্টা চালিয়ে ২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে ওই দম্পতিকে মিলিয়ে দেন বরিশালের গৌরনদী ইউএনও।

লিনা আক্তারের স্বজনরা জানান, প্রায় ২ বছর আগে গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের আক্কাচ সরদারের মেয়ে লিনা আক্তারের সঙ্গে একই গ্রামের মো. আলি সরদারের ছেলে রেজাউল সরদারের বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায় ওই দম্পতির একটি ছেলে সন্তান জন্ম হয়।

সন্তান জন্ম নেয়ার কিছু দিন যেতে না যেতেই রেজাউল ও লিনার মধ্যে কলহ দেখা দেয়। তুচ্ছ থেকে শুরু করে গুরুতর নানা বিষয় নিয়ে বিষিয়ে ওঠে ওই দম্পতির জীবন। খুবই অপ্রত্যাশিতভাবে একের পর এক নানা ঘটনা ঘটতে থাকে। এক পর্যায়ে স্ত্রী লিনা সন্তান রেখে তার বাবার বাড়ি চলে আসেন। যার ফলাফল ছিল নিশ্চিত বিবাহ-বিচ্ছেদ।

লিনা আক্তারের স্বজনরা জানান, বাবার বাড়িতে এসে লিনা তার সন্তানের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। কিন্ত রেজাউল সরদার লিনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। লিনার স্বামীর বাড়িতে ফেরার সব পথ বন্ধ হয়ে যায়। সন্তানকে নিজের কাছে পেতে পুলিশ ও প্রশাসনসহ প্রভাবশালীদের দ্বারে দ্বারে ধর্ণা দিতে থাকেন লিনা। এভাবে প্রায় এক বছর পেরিয়ে যায়।

সব চেষ্ঠা ব্যর্থ হলে লিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহানের দ্বারস্থ হন। লিনার কথা শুনে ইউএনও তার বাসভবনে এসে থাকতে বলেন। এরপর রেজাউল সরদারের সঙ্গে যোগাযোগ শুরু করেন (ইউএনও) ইসরাত জাহান। রেজাউল ও লিনার পরিবারের লোকজনদের নিয়ে একাধিকবার সালিশে বসেন।

দু’পক্ষকেই তিনি নানাভাবে বোঝাতে থাকেন। অবশেষে বুধবার সকালে একজন আরেকজনের প্রতি রাগ-অভিমান ভুলে এক সঙ্গে সংসার করার কথা জানান ইউএনও ইসরাত জাহানকে। এরপর (ইউএনও) ইসরাত জাহান তাদের দুইজনকে তার কার্যালয়ে ডেকে মিলিয়ে দেন ও লিনার কোলে তুলে দেন তার সন্তানকে।

লিনা আক্তার বলেন, ছেলে ও স্বামীকে ফিরে পেয়ে আমি আজ অসম্ভব খুশি। ইউএনও আপার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের। তিনি আরও বলেন, বাচ্চাকে ফিরে পাওয়ার সব আশাই আমি হারিয়ে ফেলছিলাম। ইউএনও আপার চেষ্টায় আমি সন্তান ও স্বামীকে ফিরে পেলাম।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। দূরত্ব তৈরি হয়। এটা খুবই অপ্রত্যাশিত। আমি তাদের বুঝিয়েছি মাত্র। তারা তাদের ভুলগুলো বুঝতে পেরেছে এবং আবার এক সঙ্গে সংসার শুরু করছেন।

বার্তা কক্ষ, ২৬ ফেব্রুয়ারি ২০২০

Share